হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালের ১২ দালালকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১২ দালালকে কারাদণ্ড এবং তিনটি রোগ নির্ণয় কেন্দ্রকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার র‍্যাব-৫ এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়। এ ছাড়া অপর একটি রোগ নির্ণয় কেন্দ্র সিলগালা করা হয়েছে। 

গ্রেপ্তার ১২ জনকে তিন থেকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা হলেন-জামাল হোসেন (৪০), সাবজাল হক (৫২), মো. মোতাসসিম ওরফে রুপক (৩২), রনি শেখ (২৫), মো. সজল (৪২), শাহিন আলম পিয়াস (২৪), আব্দুল জলিল (৫৫), রাজন আলী (৩৫), মো. মুরসালিন (২৪), আহমদ আলী (৩০), রয়েল হোসেন অপু (৩২) ও সোহেল রানা (২৪)। 

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারাদণ্ড প্রাপ্তরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ফুসলিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে নিয়ে যেতেন। হাসপাতাল এলাকায় অভিযান চালিয়েই এদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। 

এ ছাড়া র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন রোগ নির্ণয় কেন্দ্রে অভিযান চালায়। এ সময় নানা অনিয়মের অভিযোগে নগরীর লক্ষ্মীপুর এলাকার আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ডাবলুকে ৫০ হাজার টাকা, রাজশাহী কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাচ্চু রহমান ২০ হাজার টাকা এবং মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর সানবিম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা