হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালের ১২ দালালকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১২ দালালকে কারাদণ্ড এবং তিনটি রোগ নির্ণয় কেন্দ্রকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার র‍্যাব-৫ এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়। এ ছাড়া অপর একটি রোগ নির্ণয় কেন্দ্র সিলগালা করা হয়েছে। 

গ্রেপ্তার ১২ জনকে তিন থেকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা হলেন-জামাল হোসেন (৪০), সাবজাল হক (৫২), মো. মোতাসসিম ওরফে রুপক (৩২), রনি শেখ (২৫), মো. সজল (৪২), শাহিন আলম পিয়াস (২৪), আব্দুল জলিল (৫৫), রাজন আলী (৩৫), মো. মুরসালিন (২৪), আহমদ আলী (৩০), রয়েল হোসেন অপু (৩২) ও সোহেল রানা (২৪)। 

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারাদণ্ড প্রাপ্তরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ফুসলিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে নিয়ে যেতেন। হাসপাতাল এলাকায় অভিযান চালিয়েই এদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। 

এ ছাড়া র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন রোগ নির্ণয় কেন্দ্রে অভিযান চালায়। এ সময় নানা অনিয়মের অভিযোগে নগরীর লক্ষ্মীপুর এলাকার আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ডাবলুকে ৫০ হাজার টাকা, রাজশাহী কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাচ্চু রহমান ২০ হাজার টাকা এবং মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর সানবিম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন