হোম > সারা দেশ > রাজশাহী

ধর্মীয় অনুভূতিতে আঘাত: রাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ, আবাসনসুবিধা বাতিল

রাবি প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে মতিহার থানায় সোপর্দ করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে হলের আবাসনসুবিধা বাতিল করা হয়।

সাগর হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।

মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমাদ মেহদী বলেন, ‘আমার হলের এক শিক্ষার্থী মহানবী (সা.)কে অবমাননাকর পোস্ট শেয়ার করেছে জানতে পেরে কোনো বিশৃঙ্খলা হওয়ার আগেই আমি সেখানে উপস্থিত হই। পরে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তখনই তার আবাসনসুবিধা বাতিল করা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘কোনো প্রকার মব যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমরা অভিযুক্তকে পুলিশের হেফাজতে দিয়েছি। তদন্তে আগেও এমন কাজের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ভুলে এমন করে থাকে, তাহলে সে বিষয়টি বিবেচনায় রাখা হবে।’

এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, ‘আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি। ক্যাপশন আমার নজরে আসেনি। যদি বুঝতাম, তাহলে শেয়ার করতাম না। পরে বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাত ১২টার দিকে একজন শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে কোনো মামলা হয়নি। আপাতত তাকে থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল