হোম > সারা দেশ > জয়পুরহাট

হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এনামুল হক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই আদেশে নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের রমজান আলী, তাঁর ছেলে রঞ্জু, শাহীন ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুল হান্নান। রায়ে খালাস প্রাপ্তরা হলেন একই গ্রামের জাহাঙ্গীর, আব্দুল আলীম এবং শাহাদত ওরফে শাহাদুল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি এনামুল হক বজরপুর গ্রামে তাঁর ভগ্নিপতির বাড়িতে পাওয়ার টিলার নিতে যান। রাতে ভগ্নিপতি আবু বকর ভাদসা বাজার পর্যন্ত এনামুল হককে এগিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যান। ওই রাতে এনামুল আর বাড়িতে ফেরেননি। পরের দিন ৬ ফেব্রুয়ারি আলু খেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে ৬ জনের নামে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আদালতের রায়ে আমরা খুশি। সাজাপ্রাপ্ত চারজন আসামির মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী