হোম > সারা দেশ > জয়পুরহাট

হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এনামুল হক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই আদেশে নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের রমজান আলী, তাঁর ছেলে রঞ্জু, শাহীন ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুল হান্নান। রায়ে খালাস প্রাপ্তরা হলেন একই গ্রামের জাহাঙ্গীর, আব্দুল আলীম এবং শাহাদত ওরফে শাহাদুল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি এনামুল হক বজরপুর গ্রামে তাঁর ভগ্নিপতির বাড়িতে পাওয়ার টিলার নিতে যান। রাতে ভগ্নিপতি আবু বকর ভাদসা বাজার পর্যন্ত এনামুল হককে এগিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যান। ওই রাতে এনামুল আর বাড়িতে ফেরেননি। পরের দিন ৬ ফেব্রুয়ারি আলু খেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে ৬ জনের নামে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আদালতের রায়ে আমরা খুশি। সাজাপ্রাপ্ত চারজন আসামির মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার