হোম > সারা দেশ > নাটোর

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

নাটোর প্রতিনিধি 

অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ। ছবি: সংগৃহীত

নাটোরে আদালতের মধ্যে হট্টগোল ও বিচারকাজে বাধা দেওয়ার অপরাধে অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ নামের এক আইনজীবীকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দ। পরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সেই দণ্ড স্থগিত করে আইনজীবী আলেক উদ্দিন শেখকে তিরস্কার করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়ার আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

আদালতের কর্মচারী বুলবুল আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দের আদালতে মারামারিসংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালে আইনজীবী আলেক উদ্দিন শেখ বিচারককে শুনানি না করার জন্য চাপ দেন।

এ সময় অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ আদালতে হট্টগোল শুরু করেন এবং আদালতের কাজে বাধা দেন। তখন আদালতের নির্দেশে তাঁকে আটক করে আদালতের হেফাজতে নেওয়া হয়। পরে আসামির বিরুদ্ধে পেনাল কোডের ২২৮ ধারার অপরাধ আমলে গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির ৪৮০ ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে অভিযোগ গঠন করেন। গঠিত অভিযোগ আসামিকে পড়ে শোনালে আসামি দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করেন। আসামিকে পেনাল কোডের ২২৮ ধারায় ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কিন্তু আসামি স্বেচ্ছায় দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করায় তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি মামলা না থাকায় এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় আসামিকে সংশোধনের সুযোগ প্রদানের স্বার্থে অর্থদণ্ড স্থগিত করে আসামিকে তিরস্কার করা হয়।

নাটোর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু বলেন, আইনজীবী আলেক উদ্দিন শেখ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পরে বিকেলে তাঁকে মুক্তি দেন আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে