হোম > সারা দেশ > নাটোর

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

নাটোর প্রতিনিধি 

অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ। ছবি: সংগৃহীত

নাটোরে আদালতের মধ্যে হট্টগোল ও বিচারকাজে বাধা দেওয়ার অপরাধে অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ নামের এক আইনজীবীকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দ। পরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সেই দণ্ড স্থগিত করে আইনজীবী আলেক উদ্দিন শেখকে তিরস্কার করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়ার আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

আদালতের কর্মচারী বুলবুল আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দের আদালতে মারামারিসংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালে আইনজীবী আলেক উদ্দিন শেখ বিচারককে শুনানি না করার জন্য চাপ দেন।

এ সময় অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ আদালতে হট্টগোল শুরু করেন এবং আদালতের কাজে বাধা দেন। তখন আদালতের নির্দেশে তাঁকে আটক করে আদালতের হেফাজতে নেওয়া হয়। পরে আসামির বিরুদ্ধে পেনাল কোডের ২২৮ ধারার অপরাধ আমলে গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির ৪৮০ ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে অভিযোগ গঠন করেন। গঠিত অভিযোগ আসামিকে পড়ে শোনালে আসামি দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করেন। আসামিকে পেনাল কোডের ২২৮ ধারায় ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কিন্তু আসামি স্বেচ্ছায় দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করায় তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি মামলা না থাকায় এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় আসামিকে সংশোধনের সুযোগ প্রদানের স্বার্থে অর্থদণ্ড স্থগিত করে আসামিকে তিরস্কার করা হয়।

নাটোর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু বলেন, আইনজীবী আলেক উদ্দিন শেখ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পরে বিকেলে তাঁকে মুক্তি দেন আদালত।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত