হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ভ্যান থেকে নামিয়ে নারীকে কুপিয়ে হত্যা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত ভ্যান থেকে নামিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ-লক্ষ্মীকোল আঞ্চলিক সড়কের মশিন্দা বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

ওই নারীর নাম ফারজানা আক্তার পিয়া (২২)। তিনি উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন। 

আটক ভ্যানচালকের নাম বুলবুল (৩০)। তিনি উপজেলার মেরিগাছা উত্তরপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। 

নিহতের স্বজনেরা বলছেন, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে পিয়া বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করেন। চার দিন আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। 

পরিবার বলছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে পিয়া ইপিজেড থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে একটি ব্যাটারিচালিত ভ্যানে উঠে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিলের মধ্যে পাট ও ধান খেতের আইলে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনা নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী