হোম > সারা দেশ > বগুড়া

সারিয়াকান্দি-সোনাতলা রাস্তাটি নিজ উদ্যোগে মেরামত করলেন ইউএনও

প্রতিনিধি, সারিয়াকান্দি (বগুড়া) 

ভেঙে যাওয়া সারিয়াকান্দি-সোনাতলা সড়কের বিকল্প রাস্তাটি মেরামত করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়ার উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়।  

জানা যায়, গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। তিনি তাৎক্ষণিক পদক্ষেপে নিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। পরে গত বুধবার রাস্তাটি সংস্কারের কাজ শেষ হয়। এতে রাস্তাটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। চার চাকার যানবাহন এখন অনায়াসেই যাতায়াত করছে। ফলে রাস্তাটি তার স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে। এর ফলে উত্তর সারিয়াকান্দির ৩টি ইউনিয়নের প্রায় ২২টি গ্রামের মানুষ যানবাহন নিয়ে সহজেই চলাচল করতে পারছেন।  

বর্তমানে রাস্তাটি দিয়ে সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, চালুয়াবাড়ী এবং কাজলাসহ চারটি ইউনিয়নের উত্তর হিন্দুকান্দি, পারতিতপরল, নিজতিত পরল, অন্তার পাড়া, চান্দিনা নোয়ারপাড়া, রামকৃষ্ণপুর, ভেগিরপাড়া, হাসনাপাড়া, শেরপুর, ভেড়ামাড়া, আউচারপাড়া, নিজবলাইল, বলাইল, শিমুলতাইড়, সুজনের পাড়া, চালকান্দি, সাহানবান্দা, হাটবাড়ী গ্রামসহ প্রায় ২২টি গ্রামের লোকজন তাঁদের নানা ধরনের যানগুলো নিয়ে অনায়াসেই যাতায়াত করছেন। রাস্তা দিয়ে ইজিবাইক, অটোরিকশা, ভ্যান, রিকশা, মোটরসাইকেল, সিএনজি, পিকআপ, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, ঘোড়ার গাড়িসহ সকল প্রকার যানবাহন অনায়াসেই যাতায়াত করতে পারছে। 

মাইক্রোবাস ড্রাইভার মালেক মিয়া বলেন, রাস্তাটি মেরামত করাতে আমাদের ৪ চাকার যানগুলো নিয়ে আমরা সহজেই চলাচল করতে পারছি। অতি দ্রুত এটি মেরামত করে দেওয়ায় আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। 

স্থানীয় শাহজাহান কবির টুটুল বলেন, রাস্তাটি এখন তার পূর্বের রূপ ফিরে পেয়েছে। যানচলাচল স্বাভাবিক হওয়াতে আমরা সহজেই সারিয়াকান্দি উপজেলা সদরে যাতায়াত করতে পারছি। 

সারিয়াকান্দি উপজেলা প্রকৌশল লিয়াকত আলী বলেন, রাস্তাটি মেরামত করার বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। অবশেষে রাস্তাটি মেরামত করতে উপজেলা নির্বাহী অফিসার যথেষ্ট সহযোগিতা করেছেন।

এ বিষয়ে মো. রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমার বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে রাস্তাটি মেরামত করে দেওয়া হয়েছে। 

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম