বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি বনি আমিনসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে মাদক মামলায় জেলা কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ধুনট শহরের সিএনজি-বাসস্ট্যান্ড এলাকা থেকে মাতাল অবস্থায় তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন উল্লাপাড়া গ্রামের মমতাজুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও মাটিকোড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রুবেল মাহমুদ (৩৮)। বনি আমিন উপজেলার উল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, থানা-পুলিশের একটি দল শহর এলাকায় রাত্রিকালীন টহল দিচ্ছিলেন। এ সময় রাত সাড়ে তিনটার দিকে শহরের সিএনজি বাসস্ট্যান্ড এলাকায় বনি আমিন, আব্দুল মান্নান ও রুবেল মদ্যপ অবস্থায় ঘুরছিলেন। অস্বাভাবিক আচরণ করায় তাঁদের আটক করে পুলিশ। পরে বুধবার সকালে থানা-পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে পাঠিয়েছে।
এ ঘটনায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’