হোম > সারা দেশ > পাবনা

সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের শ্রমিক রুবেল হোসেন (৩২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দাশুড়িয়া-পাকশী মহাসড়কের নওদাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন পাবনার আটঘরিয়া শহরের উত্তরচক মহল্লার আবুল কাসেমের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি বিদেশি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে রুবেল মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে রূপপুর প্রকল্পের কাজে পাকশী যাচ্ছিলেন। পথিমধ্যে নওদাপাড়া মসজিদের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়ামুখী পণ্যবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রুবেল। স্থানীরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের