হোম > সারা দেশ > বগুড়া

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হুদাকে (৭২) বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাব-২ ও র‍্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া সদরের মালগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।

নাজমুল হুদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরামের বাসিন্দা।

জানা গেছে, ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনীর সদস্য হিসেবে অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

নাজমুল হুদা যুদ্ধকালীন জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রংপুর ও দিনাজপুর জেলায় তিনি দীর্ঘদিন পালিয়ে থাকার পর কিছুদিন আগে বগুড়ায় আসেন।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারেন বগুড়া শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন তিনি। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ ও ২-এর যৌথ একটি টিমের অভিযানে তাঁকে আটক করা হয়। নাজমুল হুদাকে রাতেই ঢাকায় পাঠানো হয়। আজ মঙ্গলবার তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী