হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় বজ্রপাতে দুই কৃষক নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক কৃষক আহত হয়েছেন। 

নিহতরা হলেন নারায়ণপুর গ্রামের জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০)। অপর আহত কৃষক তহিদুল ইসলাম (৭০) নারায়ণপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শী কায়েম উদ্দিন বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে কালো মেঘে আকাশ ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হলে কৃষকেরা ধান রোপণের কাজ বাদ দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। এ সময় তাঁরা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত হন তহিদুল ইসলাম। পরে তাঁকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বজ্রপাতে হতাহতের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক মোল্লা। এ সময় নিহতদের পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন তিনি। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার