হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পরচুলা খুলেও গ্রেপ্তার এড়াতে পারলেন না এমপি মমিনের পিএস

সিরাজগঞ্জ প্রতিনিধি

দীর্ঘদিন ধরে মাথায় লাগানো কৃত্রিম চুল (পরচুলা) খুলে, গোঁফ রেখে নিজের পরিচিত চেহারা আড়াল করেও গ্রেপ্তার এড়াতে পারলেন না সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পিএস সেলিম সরকার। অবশেষে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১২ কমান্ডার আবুল হাশেম সবুজ। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ড্রিম কনভেনশন হলে যৌথ অভিযান চালিয়ে সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলিতে নিহত কলেজছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সেলিম সরকার। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। মাথার নকল চুল খুলে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন। অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েন সেলিম। 

গ্রেপ্তারকৃত সেলিম সরকার (৪৬) সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর (কামারপাড়া) মহল্লার মো. আব্দুর রাজ্জাক সরকারের ছেলে। তিনি বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে থেকে শুরু করে এনায়েতপুর থানার দিকে রওনা দেয়। মিছিলটি স্থানীয় আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলাকারীরা ছাত্র-জনতার গণ-আন্দোলন নস্যাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলিবর্ষণ করলে মিছিলে অংশ নেওয়া ছাত্র মো. শিহাব হোসেন (১৯), হাফেজ মো. সিয়াম হোসেন (২০) ও মো. ইয়াহিয়া আলী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। 

এ ঘটনায় মোছা. শাহানা খাতুন (৩৫), মো. হযরত আলী (৩৪) ও মো. সোলায়মান (২৯) বাদী হয়ে তিনটি পৃথক হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি ছিলেন সেলিম সরকার। 

এ ছাড়া এই তিন মামলাতেই সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকেও আসামি করা হয়েছে। তিনিও পলাতক রয়েছেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক