হোম > সারা দেশ > রাজশাহী

সড়কে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে চালককে কুপিয়ে জখম করে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের পালাশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক মোবারক আলী (৫০) এখন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের বাসিন্দা। ঘটনার দিন রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন আহতের ভাই শাহাবুদ্দিন।

শাহাবুদ্দিন জানান, সোমবার রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন মোবারক আলী। পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে সড়কের পাশে ফেলে দিয়ে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে মোবারক আলীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের ছেলে আবু সাঈদ জানান, তারা অত্যন্ত গরীব পরিবার। তিনি নিজে দিনমজুরের কাজ করেন এবং তার বাবা অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন বাবার চিকিৎসা খরচ চালাতে গ্রামবাসীর কাছে ধারদেনা করছেন তারা।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ