হোম > সারা দেশ > রাজশাহী

সড়কে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে চালককে কুপিয়ে জখম করে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের পালাশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক মোবারক আলী (৫০) এখন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের বাসিন্দা। ঘটনার দিন রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন আহতের ভাই শাহাবুদ্দিন।

শাহাবুদ্দিন জানান, সোমবার রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন মোবারক আলী। পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে সড়কের পাশে ফেলে দিয়ে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে মোবারক আলীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের ছেলে আবু সাঈদ জানান, তারা অত্যন্ত গরীব পরিবার। তিনি নিজে দিনমজুরের কাজ করেন এবং তার বাবা অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন বাবার চিকিৎসা খরচ চালাতে গ্রামবাসীর কাছে ধারদেনা করছেন তারা।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী