হোম > সারা দেশ > রাজশাহী

সড়কে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে চালককে কুপিয়ে জখম করে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের পালাশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক মোবারক আলী (৫০) এখন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের বাসিন্দা। ঘটনার দিন রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন আহতের ভাই শাহাবুদ্দিন।

শাহাবুদ্দিন জানান, সোমবার রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন মোবারক আলী। পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে সড়কের পাশে ফেলে দিয়ে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে মোবারক আলীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের ছেলে আবু সাঈদ জানান, তারা অত্যন্ত গরীব পরিবার। তিনি নিজে দিনমজুরের কাজ করেন এবং তার বাবা অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন বাবার চিকিৎসা খরচ চালাতে গ্রামবাসীর কাছে ধারদেনা করছেন তারা।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি