হোম > সারা দেশ > নাটোর

নাটোরে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 

কালু চেয়ারম্যান ও শফিক চেয়ারম্যান।

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও লক্ষ্মীপুর খোলাবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের পর তাঁদের হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই দুই চেয়ারম্যানই ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন। তাঁদের দলীয় পদ-পদবি না থাকলেও এলাকায় তাঁরা আওয়ামী লীগ সমর্থক হিসেবেই পরিচিত।

আজ সোমবার (২৩ জুন) সকালে গ্রেপ্তারের তথ্য জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান। এর আগে গত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, গত রাতে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে একটি হত্যা মামলাসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ওসি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অজ্ঞাত স্থান থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, ‘গ্রেপ্তার দুই চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল পর্যন্ত কোনো মামলা ছিল না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার জন্য দুই চেয়ারম্যানকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।’

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান