হোম > সারা দেশ > রাজশাহী

রাগের মাথায় মায়ের ছোড়া ছুরি শিশুর গলায় বিদ্ধ, রক্তক্ষরণে মৃত্যু

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মায়ের ছুড়ে দেওয়া ছুরির আঘাতে শিশু তানিয়ার (৭) মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামে। 

নাচোল থানার এসআই আকবর নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৯টায় শিশুকন্যা তানিয়ার সঙ্গে মা ইয়াসমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের চালে আটকানো ছুরি তানিয়াকে লক্ষ্য করে ছুড়ে মারেন ইয়াসমিন। ছুরিটি তানিয়ার গলার গিয়ে বিদ্ধ হয়। গল গল করে রক্ত পড়তে থাকলে ইয়াসমিন দ্রুত তাকে নেজামপুরস্থ স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

তানিয়ার বাবা মোশারফ চট্টগামে অবস্থান করায় মৃতদেহ নিয়ে শিবগঞ্জ উপজেলার সাবেক লা ভাঙ্গা গ্রামে চলে যান ইয়াসমিন। 

এ বিষয়ে নাচোল থানার ওসি (তদন্ত) আবদুল ওহাব বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। 

শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. আবদুল মালেক জানান, তদন্তে সহযোগিতা করতে শিশুটির নানার বাড়ি সাবেক লা ভাঙ্গা থেকে মা ইয়াসমিনকে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল