হোম > সারা দেশ > পাবনা

স্বস্তির মাঝেও শঙ্কিত ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

মহামারি করোনায় দেশে মৃত্যুর মিছিল থামছেই না। তারপরও অর্থনীতি সচল রাখতে তুলে নেওয়া হয়েছে লকডাউন। তাই পাবনার ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা বর্তমানে স্বস্তি পেলেও, শঙ্কাও কাজ করছে তাঁদের মধ্যে। 

কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দফায় দফায় লকডাউনে দোকান বন্ধ রাখায় তাঁরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে বছরের দুই ঈদ ও পূজাকে কেন্দ্র করে ভালো বেচাবিক্রি হতো গার্মেন্টসের দোকানগুলোতে। কিন্তু লকডাউনে কারণে এ সময়ে তাঁরা ভালো ব্যবসা করতে পারেনি। অনেক ব্যবসায়ী মূলধন ভেঙে লকডাউনের মধ্যে সংসার চালাতে বাধ্য হয়েছেন। অনেকে দেনার দায়ে জর্জরিত। সবকিছু মিলিয়ে এখানকার ব্যবসায়ীরা আছেন চরম দুর্দিনে। 

শরৎনগর বাজারের সরকার বস্ত্রালয়ের মালিক মুকুল সরকার বলেন, লকডাউনে কাপড় ব্যবসায়ীরা ভালো নেই। অনেকেই দেনার দায়ে জর্জরিত। সামনের দিনগুলোতে ঠিকমতো দোকান খোলা রাখা গেলে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। 

পৌর শহরের এক্সপোর্ট গ্যালারির মালিক ব্যবসায়ী সোহেল রানা জানান, লকডাউনের কারণে ব্যবসার পরিস্থিতি ভালো না। তবে লকডাউন তুলে নেওয়াতে দোকান খুলতে পেড়ে খুশি তিনি। 

ভাঙ্গুড়া বাজারের বায়েজিদ গার্মেন্টসের মালিক আমিরুল ইসলাম বলেন, লকডাউন তুলে নেওয়ায় স্বস্তি পাচ্ছি। করোনার যে পরিস্থিতি তাতে কখন আবার লকডাউনের কবলে পড়তে হয় এ নিয়ে শঙ্কার মধ্যেও রয়েছি। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ