হোম > সারা দেশ > পাবনা

স্বস্তির মাঝেও শঙ্কিত ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

মহামারি করোনায় দেশে মৃত্যুর মিছিল থামছেই না। তারপরও অর্থনীতি সচল রাখতে তুলে নেওয়া হয়েছে লকডাউন। তাই পাবনার ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা বর্তমানে স্বস্তি পেলেও, শঙ্কাও কাজ করছে তাঁদের মধ্যে। 

কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দফায় দফায় লকডাউনে দোকান বন্ধ রাখায় তাঁরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে বছরের দুই ঈদ ও পূজাকে কেন্দ্র করে ভালো বেচাবিক্রি হতো গার্মেন্টসের দোকানগুলোতে। কিন্তু লকডাউনে কারণে এ সময়ে তাঁরা ভালো ব্যবসা করতে পারেনি। অনেক ব্যবসায়ী মূলধন ভেঙে লকডাউনের মধ্যে সংসার চালাতে বাধ্য হয়েছেন। অনেকে দেনার দায়ে জর্জরিত। সবকিছু মিলিয়ে এখানকার ব্যবসায়ীরা আছেন চরম দুর্দিনে। 

শরৎনগর বাজারের সরকার বস্ত্রালয়ের মালিক মুকুল সরকার বলেন, লকডাউনে কাপড় ব্যবসায়ীরা ভালো নেই। অনেকেই দেনার দায়ে জর্জরিত। সামনের দিনগুলোতে ঠিকমতো দোকান খোলা রাখা গেলে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। 

পৌর শহরের এক্সপোর্ট গ্যালারির মালিক ব্যবসায়ী সোহেল রানা জানান, লকডাউনের কারণে ব্যবসার পরিস্থিতি ভালো না। তবে লকডাউন তুলে নেওয়াতে দোকান খুলতে পেড়ে খুশি তিনি। 

ভাঙ্গুড়া বাজারের বায়েজিদ গার্মেন্টসের মালিক আমিরুল ইসলাম বলেন, লকডাউন তুলে নেওয়ায় স্বস্তি পাচ্ছি। করোনার যে পরিস্থিতি তাতে কখন আবার লকডাউনের কবলে পড়তে হয় এ নিয়ে শঙ্কার মধ্যেও রয়েছি। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল