হোম > সারা দেশ > পাবনা

বাস চালাচ্ছিলেন হেলপার, মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের

পাবনা প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক। আজ মঙ্গলবার ভোরে পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে। ছবি: আজকের পত্রিকা

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক সেলিম হোসেন (৩৮) মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

আহত ব্যক্তিরা হলেন, বাসচালকের সহকারী (হেলপার) তারেক (৩৫) ও ট্রাকচালকের সহকারী আলামিন (৩৫)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ট্রাকটি সুনামগঞ্জ থেকে পাথর ভর্তি করে মাওয়া যাচ্ছিল। অপরদিকে পাবনা এক্সপ্রেসের একটি বাস ঢাকা থেকে এসে পাবনা বাস টার্মিনালে যাত্রী নামিয়ে গাড়ি গ্যারেজ করার জন্য দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন চালকের সহকারী আলামিন। এ সময় ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে ওই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক সেলিমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত ট্রাকের হেলপার ও বাসের হেলপারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রামেক হাসপাতালে পাঠানো হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর থানা হেফাজতে রেখেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে