হোম > সারা দেশ > নাটোর

মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. এস্কেন্দার আলী (৭১) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নুরুল্লাপুর মাদ্রাসা গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এস্কেন্দার আলী উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মৃত কফিল উদ্দীন সরকারের ছেলে। আহত মোটরসাইকেল চালক মো. আনিছুর রহমান রকি (২৫) ভাদুরবটতলা গ্রামের টিপু সুলতানের ছেলে।

নিহতের ভাতিজা আল আমিন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এস্কেন্দার আলী এশার নামাজ জামাতের সঙ্গে আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ধাক্কা দিলে উভয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

এস্কেন্দার আলী বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশু সাহিত্যিক, নাটোর জেলার একমাত্র শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা আখতার হুসেনের চাচা। বীর মুক্তিযোদ্ধা এস্কেন্দার আলীর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এস্কেন্দার আলী দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন। আজ শুক্রবার বেলা ১১টায় নুরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে