হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের রাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাবিতে ইউট্যাবের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

উপ-উপাচার্যসহ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থিতা অযোগ্য ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আজ শুক্রবার রাবির জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও তিনটি দাবি তুলে ধরা হয়, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, রাকসু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্থায়ী পদক্ষেপ নিতে হবে। তা না হলে তাঁরা কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের রাবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলনের সময় সম্প্রতি তিন শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছিত হন। আসন্ন রাকসু নির্বাচনের স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী সালাহউদ্দিন আম্মার তাঁর অনুসারীদের নিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ