হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় করোনায় মৃত্যু ১০ 

প্রতিনিধি, বগুড়া

সবগুড়ায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ছয়জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

এ ছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২০ দশমিক ৫৮ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৯ জন। বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডা. সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার তিনজন। এ ছাড়া বাকি একজন অন্য জেলার। 

ডা. সাজ্জাদ আরও জানান, বৃহস্পতিবার মোট ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৫ নমুনায় সবার নেগেটিভ এবং ১০২টি অ্যান্টিজেন পরীক্ষায় ২০ জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০টি নমুনায় আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে সদরের ৪২, শেরপুরে ১৬, শিবগঞ্জে সাতজন, দুপচাঁচিয়া ও গাবতলীতে পাঁচজন, শাজাহানপুরে চারজন, ধুনটে দুইজন, আদমদীঘি, সারিয়াকান্দি এবং কাহালুতে একজন করে।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫১৭ জন এবং ১ হাজার ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। 

উল্লেখ্য, জেলায় মোট মৃত্যু এখন ৬১২। তবে এ সংখ্যায় উপসর্গে মৃত্যু যোগ করা হয়নি। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার