হোম > সারা দেশ > জয়পুরহাট

চাঁদা না দেওয়ায় আ.লীগ নেতার পুকুরে বিষ, গ্রেপ্তার ১ 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।

এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।

বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার