হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

নাটোর প্রতিনিধি 

নাটোরের সদর উপজেলায় আজ শুক্রবার বিকেলে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

নাটোর সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পণ্ডিতগ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক বাবু হোসেন (৩৫) এবং আরেকটি অটোরিকশার যাত্রী ঢাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৪২)।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৫টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস-সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাব্বি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কা লাগে।

মোহাম্মদ আব্দুল হামিদ খান বলেন, অটোচালক বাবু ঘটনাস্থলেই মারা যান। এ সময় তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের নাটোর সদর হাসপাতালে নিলে শহিদুল ইসলাম নামের এক যাত্রীরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার