হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন মারা গেছেন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোররাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। উপজেলার উত্তর চকযদু গ্রামের মৃত আব্দুর রহিমের একমাত্র সন্তান মঈন উদ্দিন। মৃত্যুকালে জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তি তাঁর বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

সাবেক এই চেয়ারম্যানের বাল্যকালের বন্ধু মো. মনু জানান, গতকাল বুধবার দিবাগত রাতে প্রতিবেশী আব্দুর রহিমের মেয়ের বিয়ের দাওয়াত খেয়ে মধ্যরাতে বাড়ি ফেরেন তিনি। ভোররাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার বিকেলে (বাদ আসর) সরকারি এম এম কলেজ মাঠে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা তাসনিম আরা বলেন, ‘রাতে আমি ছিলাম না। তবে হাসপাতালে রেজিস্ট্রার খাতায় উল্লেখ করা আছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’ এদিকে রাতে দায়িত্বরত ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে আজ সকালে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

এদিকে পরিবারের লোকজন ধারণা করছেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঈন উদ্দিন ১৯৯০ সালে প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সে বছরের ২৫ মে দায়িত্বভার গ্রহণ করেন। মাত্র দেড় বছরের দায়িত্ব পালনকালে তৎকালীন বিএনপি সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করলে ১৯৯১ সালের ২২ নভেম্বর তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের শেষ কর্মদিবস অতিক্রম করেন। পরে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ পুনরায় চালু করলে ২০১৪ সালে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ওই বছরের ২৮ এপ্রিল পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে পূর্ণ মেয়াদ শেষ করেন। 

রাজনৈতিকভাবে তিনি জামায়াতের নওগাঁ জেলার পশ্চিম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ধামইরহাট বাজার বণিক সমিতির একাধিকবার সভাপতি এবং পরবর্তী সময়ে উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। অন্যদিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করারও গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে তিনি ইচ্ছা পোষণ করে স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারণাও চালিয়েছেন। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা