হোম > সারা দেশ > পাবনা

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আহত ১ 

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় পূর্ব বিরোধের জেরে রুহুল আমিন (৩২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আবু সাঈদকে (৪৫) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, নিহত রুহুল সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। আহত সাঈদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মোস্তফা, শরীফসহ কয়েকজন। পরে স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে কথা-কাটাকাটির জেরে রুহুলকে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় তাঁর চিৎকারে চাচাতো ভাই আবু সাঈদ (৪৫) ঘটনাস্থলে গেলে তাকেও আঘাত করেন হামলাকারীরা। একপর্যায়ে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে পালিয়ে যান তারা।

পরে আহত রুহুল ও সাঈদকে উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে রুহুল আমিন মারা যান। আহত সাঈদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এলাকার আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার সঠিক কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে পুলিশ কাজ করছে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন