হোম > সারা দেশ > পাবনা

‘ঘুম থেকে ডাকায়’ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় আব্দুল মালেক শেখ (৫০) নামের এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কাজের জন্য ঘুম থেকে ডাকায় তাঁর ছেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আব্দুল মালেককে খুন করেন বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকালে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আব্দুল মালেক উপজেলার বরাট গ্রামের তায়জাল শেখের ছেলে। অভিযুক্ত তাঁর ছেলের নাম মানিক (২৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাবা ও ছেলের মধ্যে বড় কোনো ঝামেলা ছিল না। তবে ছেলে মানিক কাজ করতে চাইতেন না। আজ সকালে আব্দুল মালেক বাঁশ কাটার জন্য উঠানে কুড়ালে ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। ঘুম থেকে উঠে এসে মানিক তাঁর বাবার সঙ্গে তর্কে জড়ান। তর্কের একপর্যায়ে মানিক তাঁর হাত থেকে কুড়াল কেড়ে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক শেখ মারা যান। এ সময় স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে তিনি পালিয়ে যান।

জানা গেছে, মালেক শেখের দুই ছেলে দুই মেয়ের মধ্যে মানিক বড়। মালেক পেশায় একজন বাঁশ ব্যবসায়ী ও কৃষক ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-ছেলের কথা-কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করছি। অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী