হোম > সারা দেশ > পাবনা

পাবনায় বাস ও ট্রাকচাপায় বিএনপির নেতাসহ ২ জন নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে ট্রাকচাপায় নিহত বিএনপির নেতা বিল্লাল হোসেন প্রামাণিক। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় বাসচাপায় ও ঈশ্বরদীতে ট্রাকচাপায় বিএনপির নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার দুই উপজেলায় এ ঘটনা ঘটে।

সাঁথিয়ায় নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৭০)। তিনি উপজেলার সোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকাবাসী জানিয়েছেন, জয়নাল আবেদীন ভোরে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় মাধপুর বাজারসংলগ্ন এলাকায় একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে জেলার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। এ সময় আহত হন তাঁর স্ত্রী, ছেলে-মেয়েসহ তিনজন। আজ বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের দাশুড়িয়ায় পাবনা চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন, স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তাঁরা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আহত স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ট্রাকচালক নাইম হোসেনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক