হোম > সারা দেশ > নওগাঁ

ভটভটি উল্টে খাদে পড়ে চালক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ভটভটি উল্টে খাদে পড়ে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার মধ্য নানাইচ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর (বাদাল) এলাকার আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভটভটিচালক আমিনুল প্রতিদিনের মতো আজও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের পুকুর থেকে মাছ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। পরে সকাল ৬টার দিকে উপজেলার মধ্য নানাইচ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে ভটভটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়েন আমিনুল। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

নিহতের স্ত্রী সুমা খাতুন বলেন, ‘আমার স্বামী ভটভটি ভাড়ায় খাঁটিয়ে বিভিন্ন এলাকার পুকুর থেকে মাছ সংগ্রহ করে জয়পুরহাট, সাপাহার, বগুড়া, রংপুরসহ বিভিন্ন এলাকায় মাছের আরতে নিয়ে যেতেন। আজ সকালে ভটভটির নিচে চাপা পড়ে মারা যান তিনি। বাদ আসর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হবে।’

নিহতের স্ত্রী আরও বলেন, ‘অভাবের সংসারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে আমি দুই সন্তান নিয়ে পথে বসেছি।’ 

ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী বলেন, আমিনুল ভটভটি কিনে প্রায় ১১ বছর ধরে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী