হোম > সারা দেশ > নওগাঁ

ভটভটি উল্টে খাদে পড়ে চালক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ভটভটি উল্টে খাদে পড়ে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার মধ্য নানাইচ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর (বাদাল) এলাকার আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভটভটিচালক আমিনুল প্রতিদিনের মতো আজও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের পুকুর থেকে মাছ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। পরে সকাল ৬টার দিকে উপজেলার মধ্য নানাইচ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে ভটভটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়েন আমিনুল। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

নিহতের স্ত্রী সুমা খাতুন বলেন, ‘আমার স্বামী ভটভটি ভাড়ায় খাঁটিয়ে বিভিন্ন এলাকার পুকুর থেকে মাছ সংগ্রহ করে জয়পুরহাট, সাপাহার, বগুড়া, রংপুরসহ বিভিন্ন এলাকায় মাছের আরতে নিয়ে যেতেন। আজ সকালে ভটভটির নিচে চাপা পড়ে মারা যান তিনি। বাদ আসর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হবে।’

নিহতের স্ত্রী আরও বলেন, ‘অভাবের সংসারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে আমি দুই সন্তান নিয়ে পথে বসেছি।’ 

ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী বলেন, আমিনুল ভটভটি কিনে প্রায় ১১ বছর ধরে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা