হোম > সারা দেশ > নাটোর

নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন আগামীকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

আজ রোববার নির্বাচন কমিশনার ও মিলের ব্যবস্থাপক (প্রশাসন) ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, এই নির্বাচনে সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে দুইজনসহ সম্পাদক পদে ২১ জন ও সদস্য পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার ৯৯৪ জন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিবিএ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার শহীদুল ইসলাম, সিআইসি (রেডিও); গোলাম কাওছার, সিআইসি (ছাতা); নজরুল ইসলাম-১, ফার্নেস লেবার (ইক্ষু); শাহাজাহান আলী, ড্রাইভার (চেয়ার); সাজেদুল ইসলাম, সিইসি (মাছ); জাহাঙ্গীর আলম, করণিক (বটগাছ); আশরাফুজ্জামান, অপারেটর (উড়োজাহাজ) ও আব্দুল হাই, পাম্প ড্রাইভার (গরুর গাড়ি)। 

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী চাঁদ মিয়া, মেসেঞ্জার (কলস) ও মঞ্জুর রহমান, চেকিং করণিক (দেয়ালঘড়ি)। 

সাধারণ সম্পাদক পদে আব্দুল মমিন, স্টোর কিপার (হরিণ) ও দেলোয়ার হোসেন, চেকিং করণিক (আম)। 

সহসাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান, সিইসি (বাইসাইকেল) ও জাহাঙ্গীর আলম, ল্যাব সহকারী (আনারস)। 

সাংগঠনিক সম্পাদক পদে আবু তালেব, ক্রিস্টালাইজার (টেবিল); মোজাম্মেল হক, বয়লার এসি (মই) ও মমিনুল ইসলাম, হাউস হেলপার (দোয়াত কলম)। প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন-২, ফায়ারম্যান (রিকশা) ও ওসমান গণি, সিআইসি (বাস)। ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাকিমুর রশিদ, ক্রয় করণিক (চাকা) ও সেন্টু মিয়া, ফার্নেস লেবার (হাতি)। অর্থ সম্পাদক পদে আকরাম হোসেন, ক্রয় করণিক (টিউবওয়েল) ও শাহেদ আলম, চেকিং করণিক (মোমবাতি)। 

এ ছাড়া সদস্য এলাকা-১ (কারখানা) পদে এমদাদুল হক, টারবাইন অপারেটর (কবুতর), আব্দুল হালিম, হাউজ ক্লিনার (মোরগ), মানিক মিয়া, ফায়ারম্যান (হাতপাখা), মাসুদ রানা, হেলপার (কাপ পিরিচ), জাকির হোসেন, বেল্টম্যান (হাতুড়ি), শফিকুল ইসলাম, ফিটার (কেটলি), শামসুল হুদা বাবু, অপারেটর (কলস) ও তাহমিনা খাতুন, ল্যাব সহকারী (বৈদ্যুতিক বাল্ব)। সদস্য এলাকা-২ (প্রশাসন ও হিসাব) পদে হযরত আলী, পিয়ন (হাঁস), গোলাম শাহ আলম, পোর্টার (ডাব) ও আবু নাঈম, ক্যাশিয়ার (বই)। সদস্য এলাকা-৩ (কৃষি) পদে আতিয়ার রহমান, ক্রয় করণিক (কবুতর), তৌহিদা খাতুন, এলডিএ (টর্চ লাইট), খন্দকার শফিকুল ইসলাম, ক্রয় করণিক (মোরগ), মনিরুল ইসলাম, গার্ড (ডাব) ও মীর মুকিত, স্কেলম্যান (চাঁদতারা)। সদস্য এলাকা-৪ (গ্যারেজ) পদে আ. মোতালেব, ড্রাইভার (হাতুড়ি), রেজাউল ইসলাম, ফোরম্যান (তালপাখা), জাহিদুল ইসলাম, হেলপার (ডাব), মোহাম্মদ আলী, ড্রাইভার (ট্রাক্টর) ও ইসলাম হোসেন, মেকানিক (কবুতর)। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার