হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীর রূপপুরে ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বে’ যুবদলকর্মী গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে লিপু প্রামাণিক (৩৫) নামে যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজারসংলগ্ন একটি কিন্ডারগার্টেনের পাশে এ ঘটনা ঘটে। লিপু স্থানীয় ফটু মার্কেট এলাকার লতিফ প্রামাণিকের ছেলে।

রূপপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ‘এসআই’ রঞ্জন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গুলির খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু হামলায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, জ্যোতি বিশ্বাস ও লিপু প্রামাণিকের মধ্যে দ্বন্দ্বের জেরে গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বালুর ট্রাক চলাচলের কারণে রূপপুর গ্রামে প্রচুর ধুলার সৃষ্টি হয়। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় যুবদলকর্মী জ্যোতি বিশ্বাসের সঙ্গে লিপু প্রামাণিকের বাগ্‌বিতণ্ডা হয়। জ্যোতি বিশ্বাস এ সময় একটি বালুবোঝাই ট্রাক আটকে দিলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর বিষয়টি নিয়ে সাময়িক মীমাংসা বৈঠক হলেও দ্বন্দ্ব থেকেই যায়। এদিকে ঘণ্টাখানেক পর লিপু প্রামাণিক বিবিসি বাজারসংলগ্ন রূপপুর কিন্ডারগার্টেন স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে পাবনা হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে