হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের হাজিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন রাজশাহীর গোলাম কবির (৪২) এবং শেরপুরের হামছাপুর এলাকার বাসিন্দা চায়না আক্তার (৩৮) ও নুরে জান্নাত লুবা (৪)।

এ ঘটনায় চারজন আহত হয়েছে। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক রুবেল মিয়া (৩৫), নিহত নুরে জান্নাত লুবার মা তানজিলা আক্তার (৪০), মোজাম্মেল হক (৫০) ও আসাদ (৪০)। আহতদের মধ্যে দুজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশায় চালক ও বাচ্চাসহ সাতজন যাত্রী ছিল। এ সময় পেছন থেকে বগুড়াগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থালেই দুজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নিহত তিনজনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অটোরিকশাকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার