হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় হাত-পা বেঁধে ঘরে আটকে রেখে শিশু নির্যাতন

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইট অফিসে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোবাইল চুরির অপবাদে ১১ বছর বয়সের ওই শিশুর হাত-পা রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে পেটায় স্টেশনের নৈশ প্রহরী। এরপর হাত-পা বাঁধা অবস্থায় ঘরে আটক রাখা হয় শিশুটিকে। পরে তাঁর বাবা-মা ও এলাকাবাসী জানতে পেয়ে বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে। এ সময় পালিয়ে যায় নির্যাতনকারী ওই নৈশ প্রহরী। নির্যাতনের শিকার ওই শিশুটি এখন পরিবারের জিম্মায় রয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাণাধীন অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইটের ফাঁকা জায়গায় ওই এলাকার ছোট-ছোট শিশুরা বিভিন্নসময় খেলাধুলা করতে আসে। আজ সকালেও সেখানে খেলতে আসে নির্যাতনের শিকার ওই শিশুসহ আরও কয়েকজন। সেখানে ওই শিশুকে ঘরে আটকে রাখা হয় এবং অন্যদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে ওই শিশুকে বেঁধে রেখে নির্যাতন করেন নৈশ প্রহরী।

স্থানীয়দের দাবি, নির্মাণাধীন স্টেশনে এলাকার ছোট ছোট শিশুরা খেলাধুলা করে। এই বিষয়টি দায়িত্বে থাকা নৈশ প্রহরী পছন্দ করতেন না। এ কারণেই এমন অমানবিক এই ঘটনা ঘটিয়েছেন তিনি।

নির্যাতনের শিকার শিশুর বাবা খোরশেদ আলম অভিযোগ করে বলেন, ‘সকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে ফিলিং স্টেশন এলাকার অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে আসে। সেখানে দায়িত্বে থাকা নাইট গার্ড হঠাৎই তাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে ফিলিং স্টেশনের একটি টিনের ঘরে হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি ও লোহার দিয়ে অমানুষিক ভাবে পিটিয়েছে। শুধু পিটিয়ে ক্ষান্ত হয়নি সে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ওই ঘরে বেঁধে রেখে নির্যাতন করেছে। মিথ্যা অভিযোগে পেটানোয় নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তিনি। এঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

এদিকে অভিযুক্ত নৈশ প্রহরী ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয় ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র জানান, ‘ছোট শিশুকে ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনাটি খুবই বর্বরোচিত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’

এব্যপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা