হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজু বগুড়া সদরের রাজাপুর ইউপির চেয়ারম্যান। 

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা পরিষদ গেট থেকে সদর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, রাজু চেয়ারম্যান বিকেলে মাটিডালী এলাকায় উপজেলা পরিষদে আসেন। এ খবর পেয়ে পুলিশ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। উপজেলা পরিষদ থেকে বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাজু চেয়ারম্যানের নামে বগুড়া সদর থানায় দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। 

উল্লেখ্য, রাজু চেয়ারম্যান বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে রাজাপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে তাঁর নামে নাশকতার কয়েকটি মামলা হয়। ২০১৪ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন রাজু। অবশ্য তিনি আওয়ামী লীগে কোনো পদ পাননি। 

গত ৫ আগস্টের পর রাজু চেয়ারম্যানের নামে দুটি হত্যা মামলা হয়। এ ছাড়া আগের আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান ওসি।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে