হোম > সারা দেশ > বগুড়া

‘ভারত-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে’

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুরে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

সঞ্জীব কুমার বলেন, বিগত ৪ দশকের অধিক সময় ধরে দুই দেশের বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। করোনা মহামারির সময়েও আমরা তার দৃষ্টান্ত স্থাপন করেছি। ভারত সরকারের পক্ষ থেকে ১০৯টি লাইফ সাপোর্ট বিশিষ্ট অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় দুর্গাপূজা উপলক্ষে ২৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র মো. জানে আলম খোকা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নূল ইসলাম, বগুড়ার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, থানার ওসি শহিদুল ইসলাম, পূজা উদ্‌যাপন পরিষদের শেরপুর উপজেলার সভাপতি নিমাই ঘোষ, সাংবাদিক মুনসী সাইফুল বারী ডাবলু প্রমুখ।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী