বগুড়ার আদমদীঘিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল সরদার (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের আমতলী নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
বুলবুল নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টায় বুলবুল সরদার মোটরসাইকেলে করে আদমদীঘি থেকে আবাদপুকুরে যাচ্ছিলেন। এ সময় আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে পৌঁছামাত্র অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। এ সময় বুলবুল ছাড়াও আহত হন রাণীনগরের পারইল গ্রামের আরেজ আলী, বিশিয়ারের মিলন হোসেন ও আদমদীঘির উথরাইলের তাজমিলুর হোসেন। গুরুতর আহত বুলবুল সরদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।