হোম > সারা দেশ > বগুড়া

উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম

বগুড়া প্রতিনিধি

হবিগঞ্জের শিক্ষকের কাছ থেকে পাওয়া উপহারের গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গাড়ির ফিটনেটসহ আনুষঙ্গিক কাগজ ঠিক করতে সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে বলে জানান হিরো আলম।

আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে হিরো আলম বলেন, ‘উপহার হিসেবে অধ্যক্ষ মুখলিছুর রহমান যে গাড়ি দিয়েছেন তা পুরোনো হওয়ায় অনেক কাজ করতে হবে। ইতিমধ্যে বিআরটিএ অফিসে যোগাযোগ করেছি, গাড়ির ফিটনেটসহ আনুষঙ্গিক কাগজ ঠিক করতে সাড়ে চার লাখ টাকা খরচ করতে হবে। এ ছাড়াও রয়েছে মালিকানা পরিবর্তন এবং গাড়ি মেরামত খরচ।’

হিরো আলম আরও বলেন, ‘নির্বাচন পরবর্তী আমার হাতে অবস্থা ভালো না। এর মধ্যে গাড়ির পেছনে এক সঙ্গে এত টাকা খরচ করতে গিয়ে বিপাকে পড়েছি।’

অধ্যক্ষ মুখলিছুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি বলেন, ‘অধ্যক্ষ ওয়াদা রক্ষা করেছেন। পুরোনো গাড়ি হলেও ভালোবেসে উপহার দিয়েছেন। গাড়ি অ্যাম্বুলেন্স হিসেবে আমি রোগী পরিবহনের কাজে লাগানোর ঘোষণা দিয়েছি। এ কারণে গাড়ির কাগজ ঠিক করতে যে টাকা লাগবে তা মওকুফ করার জন্য বিআরটিএতে আবেদন করব। যদি আবেদন মঞ্জুর না হয় সে ক্ষেত্রে কয়েক ধাপে টাকা পরিশোধ করে গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করব।’ 

হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ তার গাড়ি থামিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উল্লেখ করে হিরো আলম বলেন, ‘উপহার পাওয়া গাড়িটি হবিগঞ্জ থেকে রাতের বেলা ঢাকায় নিয়ে আসায় পথে পুলিশ কোনো ঝামেলা করেনি। পুলিশের ঝামেলা এড়াতে গাড়িটি রাতে চালিয়ে আগামী শনিবার বগুড়া নিয়ে যাব।’ 

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে হিরো আলম বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া-৪ আসনে তিনি ৮৩৪ ভোটে হের যান। নির্বাচনী প্রচারে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা অধ্যক্ষ মুখলিছুর নামের এক ব্যক্তি নিজের ফেসবুক থেকে লাইভে এসে হিরো আলমকে তাঁর ব্যবহৃত মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন। 

নির্বাচনের পর গত ৬ ফেব্রুয়ারি হিরো আলম চুনারুঘাট গেলে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ মুখলিছুর রহমান গাড়িটি হিরো আলমের কাছে হস্তান্তর করেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার