হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ট্রাকের নিচে চাপা পড়ে গ্রাম পুলিশ নিহত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার ট্রাকের নিচে চাপা পড়ে হামিদুল (৪৫) নামের একজন গ্রাম পুলিশ নিহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে জামালপুর ইউনিয়নের দাদরা পাকার-মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হামিদুল জেলার কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। 

আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর মণ্ডল জানান, জরুরি কাজে কালাই থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে জয়পুরহাট যাচ্ছিলেন হামিদুল। পথে জয়পুরহাট সদরের পাকার-মাথা মোড় এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে ওই ভ্যানে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে যান হামিদুল। আর ওই ট্রাকের চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামিদুলের দুটি ছেলে সন্তান আছে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।’ 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড