হোম > সারা দেশ > নাটোর

সম্পর্ক মেনে না নেওয়ায় একসঙ্গে যুগলের বিষপান, কিশোরীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বিষপান পান করেন এক যুবক (১৮) ও কিশোরী (১৫)। এতে মারা যায় ওই কিশোরী। যুবকের বাড়ি থেকে ‘প্রেমের সম্পর্ক’ মেনে না নেওয়ায় তারা বিষপান করে বলে জানান স্থানীয়রা। অসুস্থ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা। কিশোরীর বাড়ি গুরুদাসপুরে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। অন্যদিকে অসুস্থ যুবকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। 

খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রোববার যুবক ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গুরুদাসপুরে আসেন। ওই দিন তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি দুই পরিবারকে অবহিত করে তারা। কিশোরীর পরিবার বিয়ে দিতে সম্মত হলেও যুবকের পরিবার অস্বীকৃতি জানায়। এতে কিশোরীর পরিবার ওই যুবককে ফিরে যেতে বলে। 

সোমবার সকাল থেকে যুবক ও কিশোরী নিখোঁজ হয়। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ার অভিমানে দুপুরে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় দুজনে এক সঙ্গে বিষপান করে। এ সময় প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। পরে যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, ‘জরুরি বিভাগে আসার পর বাঁচানোর চেষ্টা করা হলেও মেয়েটির মৃত্যু হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়েছে।’ 

কিশোরীর এক প্রতিবেশী বলেন, ‘যুবকের বিষপানের বিষয়ে মুরাদনগরে তাঁর মাকে জানানো হয়। কিন্তু তিনি বলেন—ছেলের বাবা বাসায় এলে ঘটনাটি জানাবো। এই বলে ফোন রেখে দেন।’ 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরের অবিভাবক না থাকায় গুরুদাসপুর থানা-পুলিশের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার