হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে শিয়াল ধরার ফাঁদে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল ধরার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে একটি পোলট্রি খামারের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আবদুল মমিন (৩৮)। তিনি মোহনপুর গ্রামের বাসিন্দা এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আবদুল মমিন প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে ঘোরাফেরা করতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বের হওয়ার পর আর ফেরেননি। শনিবার সকালে গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে খামার মালিক ইউসুফ আলী জানান, শিয়ালের আক্রমণে প্রায়ই তার খামারের মুরগি মারা যেত। এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে যায় শিয়াল। সে কারণে খামার রক্ষায় তিনি রাত ১২টার পর থেকে খামারের পাশে খোলা বৈদ্যুতিক তার পেতে রাখতেন।

ওসি তৌহিদুল ইসলাম আরও বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার