বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিত, বর্তমান ও সাবেক নেতারা। আজ সোমবার রাতে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পরপরই রাত ৯টার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝোলানো হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
সদ্য ঘোষিত এই কমিটিতে সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়। এক বছরের জন্য অনুমোদিত ৩০ সদস্যের কমিটিতে সহসভাপতি করা হয়েছে ২৭ জনকে, যুগ্ম-সাধারণ সম্পাদক ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক ৬ জনকে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়।
এদিকে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের অভিযোগ, যাদের কেউ চেনে না তাদের কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। এই অভিযোগে এই কমিটিকে অবৈধ ঘোষণা করে বাতিলের দাবিতে মিছিল করেন তাঁরা।
বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাইসুল তোফায়েল কোয়েল বলেন, ‘নতুন কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় কোনো দিনও জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন না।’
সদ্য ঘোষিত কমিটিতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মুকুল ইসলামকে সহসভাপতির পদ দেওয়া হয়েছে। এ ঘটনায় কমিটি ঘোষণার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মাহমুদুন্নবী রাসেল বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের কমিটি ছিল না। সেখানে কমিটি ঘোষণা করা হয়েছে। আমি এ কমিটির বিরোধিতা না করে কমিটি মেনে নেওয়ার আহ্বান জানাই।’