বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন আরও পাঁচজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।
সিভিল সার্জন বলেন, জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই। ফলে মৃত্যুর সংখ্যা দুইজনেই অপরিবর্তিত রয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১১, মোহাম্মদ আলী হাসপাতালে দুই ও বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন।