বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর হায়দার আলী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হায়দার আলী উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের বাসিন্দা।
এ নিয়ে জানতে চাইলে হায়দার আলীর ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমার বাবা গত সোমবার দুপুর ১২টার দিকে যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকায় গোসল করতে নামেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর যমুনা নদীর তীরে গিয়ে দেখা যায়, তাঁর পরনের কাপড় নদীর ঘাটে পড়ে আছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই ঘাট এলাকায় নদীতে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে হায়দার আলীর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’