হোম > সারা দেশ > নওগাঁ

রানীনগরে শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত, হাসপাতালে ভর্তি

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রানীনগরে শিক্ষকের বেত্রাঘাতে আহত রাজ মণ্ডল (১৩) নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে রাজকে রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়। 

রাজ ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম। 

শিক্ষার্থীর ফুফু চম্পা আক্তার জানান, শনিবার সকালে তাঁর ভাতিজা রাজ মণ্ডল বিদ্যালয়ে যায়। এরপর ক্লাসরুমের বেঞ্চে বোতলের পানি পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শিক্ষক আব্দুল মান্নান ক্লাস নিতে এতে রাজ মণ্ডলকে বেধড়ক বেত্রাঘাত করেন। এ সময় অপর শিক্ষক উদয় কুমার সরকার এসেও রাজকে বেধড়ক বেত্রাঘাত করেন। বেত্রাঘাতে অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজের বাড়িতে খবর দেওয়া হয়। পরে পরিবারের লোকজন গিয়ে রাজকে রানীনগর হাসপাতালে ভর্তি করে। 

রাজ মণ্ডলের পিতা শহিদুল ইসলাম বলেন, ‘আমার ছেলের শরীরে বেত্রাঘাতের ২২টি দাগ রয়েছে। পড়ালেখা বিষয়ে মারপিট বা শাসন করলে আমার কিছু বলার ছিল না। কিন্তু শিক্ষার্থীদের দ্বন্দ্বের কারণে শিক্ষকেরা এভাবে আমার ছেলেকে বেত্রাঘাত করতে পারে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচারের দাবি জানাচ্ছি।’ 

শিক্ষক উদয় কুমার সরকার বলেন, ‘অন্য ক্লাস থেকে বের হওয়ার সময় দেখি ৮ম শ্রেণির ক্লাসে চিৎকার চেঁচামেচি হচ্ছে। এ সময় ওই শ্রেণিকক্ষে প্রবেশ করলে শিক্ষক মান্নানের সঙ্গে রাজের বেয়াদবি দেখে তাকে বেত দিয়ে একটা বাড়ি দিয়েছি। তবে এর আগে শিক্ষক মান্নান নাকি কয়েকটা বাড়ি দিয়েছে এটা পরে শুনেছি। অবশ্য পরে বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে সহকারী শিক্ষক আব্দুল মান্নানের মোবাইল নম্বরে কয়েকবার কল দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ বলেন, ‘আমি আজকে আমি বিদ্যালয়ে যাইনি। তবে বিদ্যালয়ে এ রকম একটা ঘটনা ঘটেছে, এটা শুনেছি। আমরা বিষয়টি নিরসনের চেষ্টা করছি।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনা এখনো আমাকে কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম বলেন, ‘শিক্ষার্থীকে মারপিট এবং হাসপাতালে ভর্তির বিষয়টি শুনেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর