রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী আলাইপুরে নদীপথে ভারত থেকে দেশে আনার সময় নৌকাসহ চোরাই পণ্য চিনি, চাল ও কীটনাশক জব্দ করেছেন বিজিবি ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের মানিকেরচর এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ মালামালের মধ্যে রয়েছে ৫৮৫ কেজি চিনি, ৩১২ কেজি চাল, ৫০০ এমএলের ১৭টি কীটনাশকের কৌটাসহ মালামাল বহন করা একটি নৌকা।
আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব বলেন, চোরাকারবারিরা সীমান্ত এলাকা দিয়ে নদীপথে নৌকায় করে এসব মালামাল দেশে বিক্রির জন্য নিয়ে আসছিলেন। বিজিবির টহলদল মানিকেরচর এলাকায় পৌঁছালে নৌকা ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।
আবদুর রব আরও বলেন, পরে সেসব মালামাল জব্দ করা হয়। জব্দ চিনি, চাল ও কীটনাশক কাস্টমস কার্যালয়ে পাঠানো হয়েছে।
উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ সরকার বলেন, তিনি এলাকার বাইরে থাকায় এ বিষয়ে কিছু জানাতে পারছেন না। তবে বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকার স্থানীয় রুহুল আমিন নৌকাসহ মালামালগুলো জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।