হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে নির্বাচনের টাকা জোগাতে চাঁদাবাজি, কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরে চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আহম্মেদ ওরফে মুরগি সোহেল নামে এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তিনি ওই এলাকার মৃত মনতাজ আলীর ছেলে। সোহেলের বিরুদ্ধে থানায় সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। 

শনিবার বিকেলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। এর আগে ভোররাতে শহরের হাজরা নাটোরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল আহম্মেদ দীর্ঘদিন ধরে জেলার একজন খ্যাতনামা কৃষিবিদ কামরুজ্জামানকে হুমকিধমকি দিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নাটোর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনের খরচ বাবদ ওই কৃষিবিদের কাছে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করেন। গতকাল শুক্রবার শহরের একটি সড়কে একা পেয়ে কামরুজ্জামানের কাছ থেকে সোহেল ৪২ হাজার টাকা ছিনিয়ে নেন। এতে কামরুজ্জামান পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। বিকেলে আদালত পাঠানো হলে জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা