হোম > সারা দেশ > বগুড়া

ঈদে ঢাকা-বগুড়া মহাসড়ক যানজট মুক্ত থাকবে: বগুড়া জেলা প্রশাসক 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

আসন্ন ঈদ যাত্রায় ঢাকা-বগুড়া মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আজ রোববার তিনি মহাসড়কের চার লেনের উন্নতি করার কাজ পরিদর্শন করেন। পরে শেরপুরের ধুনটরোড মোড়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘ঢাকা-বগুড়া মহাসড়কের চার লেন উন্নতি করার লক্ষ্যে বগুড়ার ১০টি স্থানের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৪ এপ্রিলের মধ্যেই ৬টি স্থান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। বাকি ৪টি স্থানে মধ্যে বগুড়ার শেরপুর উপজেলা রয়েছে মির্জাপুর, ছোনকা, ঘোগা সেতু ও ধনকুন্ডি এলাকা। এসব স্থানে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করবে। এ ছাড়া মহাসড়ক নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ 

এ সময় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়ার সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সার্কেলের সজীব শাহরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা এস এম রেজাউল করিম, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা