হোম > সারা দেশ > বগুড়া

ঈদে ঢাকা-বগুড়া মহাসড়ক যানজট মুক্ত থাকবে: বগুড়া জেলা প্রশাসক 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

আসন্ন ঈদ যাত্রায় ঢাকা-বগুড়া মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আজ রোববার তিনি মহাসড়কের চার লেনের উন্নতি করার কাজ পরিদর্শন করেন। পরে শেরপুরের ধুনটরোড মোড়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘ঢাকা-বগুড়া মহাসড়কের চার লেন উন্নতি করার লক্ষ্যে বগুড়ার ১০টি স্থানের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৪ এপ্রিলের মধ্যেই ৬টি স্থান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। বাকি ৪টি স্থানে মধ্যে বগুড়ার শেরপুর উপজেলা রয়েছে মির্জাপুর, ছোনকা, ঘোগা সেতু ও ধনকুন্ডি এলাকা। এসব স্থানে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করবে। এ ছাড়া মহাসড়ক নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ 

এ সময় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়ার সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সার্কেলের সজীব শাহরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা এস এম রেজাউল করিম, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে