নওগাঁর আত্রাইয়ে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু ইব্রাহিম আলীর (৬)। গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এদিকে শিশুটির খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে পরিবার।
শিশু ইব্রাহিম আত্রাই উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের হজরত আলীর ছেলে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শিশুটির বাবা হজরত আলী বলেন, ‘ইব্রাহিম স্থানীয় মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে খাবার খেয়ে সে বের হয়। এদিন সে মাদ্রাসায় যায়নি। এদিন দুপুরে গোসল করানোর জন্য তাকে খুঁজলেও পাওয়া যায়নি। সন্ধ্যা হলেও ইব্রাহিমের সন্ধান না মেলায় নদীর পানিতে ডুবে যেতে পারে এমন শঙ্কায় আত্রাই ফায়ার সার্ভিসে খবর দিই। ফায়ার সার্ভিসের একটি দল এসে পরের দিন গুড়নই নদীর সম্ভাব্য ঘাটে তল্লাশি করেও কোনো হদিস মেলেনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। শিশুটিকে খুঁজতে চেষ্টা চলছে।