হোম > সারা দেশ > রাজশাহী

নলডাঙ্গায় যুবলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমানসহ (৫৬) দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শনিবার উপজেলার বাসুদেবপুর শ্রী শ্রী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছে থেকে তিনটি ককটেল, পাঁচটি পেট্রল বোমা ও একটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়।

আটক মাববুর রহমান উপজেলার হরিদা খলসি গ্রামের বাসিন্দা ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। আটক অপর ব্যক্তি হলেন–একই গ্রামের মহিদুল ইসলাম (৪৯)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর শ্রী শ্রী বিদ্যানিকেতন স্কুল এলাকায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান ও তার সহযোগী মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল।

এ সময় তাদের ঘেরাও করে ব্যাগ তল্লাশি করে তিনটি ককটেল, পাঁচটি পেট্রল বোমা ও একটি হাসুয়া উদ্ধার করে স্থানীরা। পরে দুজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল