হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে করতোয়া থেকে বালু উত্তোলনের চেষ্টা, জনতার বাধা 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু তোলার চেষ্টা করা হয়। পরে জনতার তোপের মুখে বালু তুলতে না পেরে স্থান ত্যাগ করে বালু উত্তোলনকারীরা। আজ শুক্রবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বালু উত্তোলনের নৌকা, ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম আটকে রাখেন তরুণরা। 

সরেজমিন দেখা যায়, শেরপুর থানার পূর্ব পার্শ্বে করতোয়া নদীর তীরে সাড়ে ছয় বিঘা জমি ইটের প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। প্রায় ৬ মাস আগে পৌর শহরের জগন্নাথ পাড়ার বাসিন্দা আমান উল্লাহ জমিটি বগুড়া শহরের সাইফুল ইসলামের কাছে বায়না মূলে হস্তান্তর করেন। 

আজ শুক্রবার দুপুরে জমিটি বালু দিয়ে ভরাট করার জন্য রফিকুল ইসলাম নামের একজন ব্যক্তি করতোয়া নদী থেকে বালু উত্তোলনের জন্য নৌকায় সরঞ্জাম ও শ্রমিক নিয়ে আসেন। এ সময় স্থানীয় কিছু তরুণ তাদের কাছে সরকারি অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তারা তরুণদের বিভিন্ন হুমকি দেন। তরুণদের ডাকে সেখানে আরও লোকজন উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনগণ নৌকা ও ড্রেজার মেশিনে অগ্নিসংযোগের উদ্ধত হয়। পরে রফিকুল ইসলাম তাদের কাছে ক্ষমা চাইলে তাকে মালামালসহ যেতে দেওয়া হয়। 

এলাকার কাজল ঘোষ বলেন, ‘দেশে প্রশাসন নিষ্ক্রিয় থাকার সুযোগ নিয়ে তারা জোর করে বালু উত্তোলন করতে চেয়েছিল। এর ফলে নদী ভাঙনে জনগণ ক্ষতির সম্মুখীন হতো। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে প্রতিহত করা হয়েছে।’ 

যোগাযোগ করা হলে জমির মালিক সাইফুল ইসলাম বলেন, ‘জমিটি উঁচু করার জন্য আমি নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করেছিলাম। যেহেতু জনগণ বাধা দিয়েছে, সেখান থেকে আর কখনো বালু তোলা হবে না।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী