হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে করতোয়া থেকে বালু উত্তোলনের চেষ্টা, জনতার বাধা 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু তোলার চেষ্টা করা হয়। পরে জনতার তোপের মুখে বালু তুলতে না পেরে স্থান ত্যাগ করে বালু উত্তোলনকারীরা। আজ শুক্রবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বালু উত্তোলনের নৌকা, ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম আটকে রাখেন তরুণরা। 

সরেজমিন দেখা যায়, শেরপুর থানার পূর্ব পার্শ্বে করতোয়া নদীর তীরে সাড়ে ছয় বিঘা জমি ইটের প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। প্রায় ৬ মাস আগে পৌর শহরের জগন্নাথ পাড়ার বাসিন্দা আমান উল্লাহ জমিটি বগুড়া শহরের সাইফুল ইসলামের কাছে বায়না মূলে হস্তান্তর করেন। 

আজ শুক্রবার দুপুরে জমিটি বালু দিয়ে ভরাট করার জন্য রফিকুল ইসলাম নামের একজন ব্যক্তি করতোয়া নদী থেকে বালু উত্তোলনের জন্য নৌকায় সরঞ্জাম ও শ্রমিক নিয়ে আসেন। এ সময় স্থানীয় কিছু তরুণ তাদের কাছে সরকারি অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তারা তরুণদের বিভিন্ন হুমকি দেন। তরুণদের ডাকে সেখানে আরও লোকজন উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনগণ নৌকা ও ড্রেজার মেশিনে অগ্নিসংযোগের উদ্ধত হয়। পরে রফিকুল ইসলাম তাদের কাছে ক্ষমা চাইলে তাকে মালামালসহ যেতে দেওয়া হয়। 

এলাকার কাজল ঘোষ বলেন, ‘দেশে প্রশাসন নিষ্ক্রিয় থাকার সুযোগ নিয়ে তারা জোর করে বালু উত্তোলন করতে চেয়েছিল। এর ফলে নদী ভাঙনে জনগণ ক্ষতির সম্মুখীন হতো। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে প্রতিহত করা হয়েছে।’ 

যোগাযোগ করা হলে জমির মালিক সাইফুল ইসলাম বলেন, ‘জমিটি উঁচু করার জন্য আমি নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করেছিলাম। যেহেতু জনগণ বাধা দিয়েছে, সেখান থেকে আর কখনো বালু তোলা হবে না।’

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২