হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার দুই হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু ২১

প্রতিনিধি, বগুড়া সদর

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে এক দিনে করোনা ও উপসর্গে ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নয়জন করোনা আক্রান্ত হয়ে আর ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত এই ২১ জনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০৫ জনে দাঁড়িয়েছে।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ রোববার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ১ শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৬ জন।

ডা. তুহিন আরও বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩৩ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৩০ জন। বর্তমানে শজিমেক হাসপাতালে ২৬২, মোহাম্মদ আলীতে ২৫৭ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১১১ জন ভর্তি রয়েছেন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি পরীক্ষায় ১০৭, জিন এক্সপার্ট ১৭টি নমুনা পরীক্ষায় ১৩, র‍্যাপিড অ্যান্টিজেন কিট ২৮০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৫৯ জন। টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষায় ১৬ জন শনাক্ত হন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী