হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার ৬

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

পুঠিয়ার ঢাকা-রাজশাহী মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত উপজেলার গাঁওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জামসহ তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পলিশ। পুঠিয়ার বিভিন্ন সড়ক ও এলাকায় ছিনতাই এবং ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে। পুঠিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার হাসেম আলীর ছেলে ফেরদৌস (২৫), একই উপজেলার মাটিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে কাউসার আলী ওরফে কালু (২৫), মামুন ড্রাইভারের ছেলে মাসুম (২১), সুলতানপুর গ্রামের ফয়েজ আলীর ছেলে ইমন (১৯), একডালা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাঁধন হোসেন (২০) ও গাওপাড়া ঢালানের সাইফুল মোল্লার ছেলে রুহুল আমিন (৩২)।

পুঠিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, রোববার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত গাঁওপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছে দা, লোহার রড, হাতুড়িসহ ডাকাতির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁরা সড়কে বিভিন্ন যানবাহনে লুটপাট করত। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে মালামাল লুট করতেন। তারই ধারাবাহিকতায় গতকালও লুটপাটের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন সময় ঘটে যাওয়া অপরাধমূলক কাজে জড়িত থাকার বিষয়গুলো স্বীকার করেছে। আর এসব ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে। পুলিশ এই চক্রের সব সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার