হোম > সারা দেশ > বগুড়া

মাদক মামলায় সাজা, ধুনট কৃষক লীগের সাধারণ সম্পাদক বহিষ্কৃত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

মাদক মামলায় সাজা পাওয়ায় বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ হিমেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া আসামি। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলার কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৯ জুলাই বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়। আরেক চিঠিতে উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, ফারুক আহম্মেদ হিমেল ধুনট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল হোসেনের ছেলে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা হয়। পুলিশ বেশ কয়েকবার তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ২০২১ সালের ১৬ মার্চ তিনি ধুনট পৌর কৃষক লীগের আহ্বায়কের পদ বাগিয়ে নেন।

২০২২ সালের ১২ মার্চ তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হন। ২০১৫ সালের ৩ জুন বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় প্রায় ছয় মাস আগে ফারুকের বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ১৭ জুলাই স্বেচ্ছায় বগুড়া আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ফারুক আহম্মেদ হিমেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খল ভঙ্গ করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার